
সমীকরণ প্রতিবেদন:
অনিয়মের প্রতিবাদ করায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে লাঠিপেটা করেছেন নুজহাত ফারিয়া রোকসানা নামে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ ঘটনায় তদন্তের পর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন হল সুপার নাজমুন নাহার। গত মঙ্গলবার কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে মারধরের ঘটনাটি ঘটে। জানা গেছে, ২১ ফেব্রুয়ারি রাতে ৫০৬ নম্বর কক্ষে ছাত্রলীগ নেত্রী রোকসানার সাথে মহুয়া নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর তর্কবিতর্ক হয়। এ সময় রোকসানার বিরুদ্ধে সিট বাণিজ্যসহ নানা অনিয়মের প্রতিবাদ জানান মহুয়া। পরে ক্ষিপ্ত হয়ে মহুয়াকে মারধর করেন রোকসানা। এতে মহুয়া আহত হন। ঘটনা শুনে হলের ওই কক্ষে যান দায়িত্বরতরা। দু’জনকে নিয়ে বৈঠক করেন। এ ঘটনার পর ছাত্রলীগ নেত্রী রোকসানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সাধারণ ছাত্রীরাও। গতকাল বৃহস্পতিবার ঘটনার বিষয়ে ভুক্তভোগী মহুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, রোকসানা টাকা নিয়ে শিক্ষার্থীদের হলে তোলেন। বাজে আচরণ ও কাপড় ধোয়াসহ ব্যক্তিগত কাজ করান। আমি প্রতিবাদ করায় আমার চুল ছিঁড়ে ফেলেন। স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আঙুল ভেঙে দিয়েছেন। কিন্তু অভিযোগের ব্যাপারে পুরো উল্টো কথা বলেন রোকসানা। তিনি বলেন, মহুয়া আমার ছোট বোন। ওর সাথে শুধু কথাকাটাকাটি হয়েছে। নির্যাতনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
ঘটনার বিষয়ে হল সুপার নাজমুন নাহার বলেন, ওরা দু’জনই পলিটিক্যাল। তার মধ্যে মহুয়াকে ৪০২ নম্বর রুমে লিগ্যাল করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে সমাধান করি। দু’জনের কাছ থেকে মুচলেকা নিয়েছি। শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগামী রোববার এ বিষয়ে বৈঠক করব। শিক্ষার্থীদের আবার ডাকব। তার পর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নিন্দা : হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি-এইচআরএসএস এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ বিজ্ঞপ্তিতে ঘটনার বর্ণনা দিয়ে সংস্থাটি বলেছে, ‘একজন শিক্ষার্থীর সাথে এ ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত এমন আচরণ শিক্ষার পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও অত্যাচার করা অত্যন্ত জঘন্য কাজ ও ফৌজদারি অপরাধ মনে করে এইচআরএসএস। এইচআরএসএস এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।’