আন্দুলবাড়ীয়া বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৩৪৩ বার পড়া হয়েছে
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পুরাতন ইউনিয়ন পরিষদ বকুলতলা চত্বরে সমাবেশ ও আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক জীবননগর শাখা ব্যবস্থাপক সিনিয়ার প্রিন্সিপাল অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক যশোর জোনাল অফিসের জোন প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, বাজার কমিটির সাধারণ সম্পাদক জামিরুল খান ও এজেন্ট ব্যাংক শাখার পরিচালক আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স আনোয়ার ট্রের্ডাসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া পুরাতন জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা সাইফুজামান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এজেন্ট ব্যাংকের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ব্যাংকটির জীবননগর শাখার সিনিয়র অফিসার মাজহারুল ইসলাম।