আন্দুলবাড়ীয়া বাজারের দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জাকিয়া ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউজ এবং মেসার্স জননী ফার্মেসিকে ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন পণ্য-সামগ্রী রাখার অপরাধে প্রত্যোককে ৫ শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রট জান্নাতুল ফেরদৌস ও আমজাদ হোসেন।