জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স আধুনিক জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী বিন্দা ভৌমিক জেলহাজতে। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে একটি মামলায় জামিন চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অপর দিকে, পৃথক মামলায় আন্দুলবাড়ীয়া বাজারের হাট ব্যবসায়ী ও আন্দুলবাড়ীয়া গ্রামের মীর পাড়ার মৃত শেখ আওলাদ হোসেনের ছোট ছেলে শেখ সামাদুল ইসলাম গত রোববার একটি মামলায় বিজ্ঞ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।