আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পর্যালোচনা সভা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে ইউপি সচিব হাসানুজ্জামান হাসান এক নজরে ১ কোটি ৯ লাখ ১১ হাজার ৬৪৪ টাকার বাজেট সভায় উপস্থিত সবার সামনে তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ১, ২, ৩ ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. সাইফুজ্জামান প্রমুখ। সভাটি পরিচালনা করেন লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী আব্দুল আলীম সজল। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন লোকমোর্চার ইউনিয়ন সমন্বয়কারী মাহমুদুর রহমান আকাশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অধ্যক্ষ হযরত মাওলানা মো. সাইফুজ্জামান।