
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে জীবননগর উপজেলার ২নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বরদের অভিষেক, দায়িত্বভার গ্রহণ ও বিদায়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে বকুলতলা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, নব নির্বাচিত আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, উথলী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, জীবননগর উপজেলা মহিলালীগের সম্পাদিকা রেনুকা আক্তার রিতা। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া ইউপি’র ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার বাহাউদ্দিন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি সচিব মনিরুজ্জামান, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান, জীবননগর উপজেলার প্রাক্তন কৃতি ফুটবলার মোজাম্মেল হক, দৌলৎগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি কাজী সাইফুজ্জামান বাবলা, জীবননগর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, আ’লীগ নেতা এনামুল হক, সাবেক বিজিবি সদস্য শেখ রেজা, মোল্লা রবি, আ.লীগনেত্রী চামেলী খাতুন, জীবননগর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল সহ নব নির্বাচিত সকল মেম্বার ও মহিলা মেম্বার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা শেখ ফিরোজ আহাম্মদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জালাল উদ্দিন। উক্ত অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়ার সর্বপ্রথম ও পুরাতন জামে মসজিদের খতিব ও ইমাম মাওঃ মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানের প্রথমে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। অবশেষে ঢাক-ঢোল পিটিয়ে, বিভিন্ন বাদ্য-বাজনা বাজিয়ে, রং-মেখে রাস্তায় – রাস্তায় নেচে গেয়ে আনারস মার্কা প্রতিকের কর্মী-সমর্থকদেরকে আনন্দ উল্লাস করতে দেখা যায়। আন্দুলবাড়ীয়া ইউপির পক্ষ থেকে ইউপি সচিব মনিরুজ্জামান উপস্থিত সকল অতিথি ও নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও মহিলা মেম্বাদের কে ফুল দিয়ে বরণ করা হয়। এবং বিদায়ীদের কে সংবর্ধনা সহ বিভিন্ন গিফ্ট হাতে তুলে দেন।