প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: উপজেলা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত ৩ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ৪১ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়ছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কোঁদাল দিয়ে মাটি কেটে ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। আন্দুলবাড়ীয়া বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে ৪১ মিটার ড্রেন নির্মাণ করা হবে।
জানা যায়, ‘জীবননগর উপজেলা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে এই ড্রেন নির্মাণ করা হবে। আন্দুলবাড়িয়া বাজার এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘ জলাবদ্ধতার কারণে দ্রুত পানি নিঃষ্কাশন ব্যবস্থা হওয়ায় সচেতন এলাকাবাসীসহ বাজারের ব্যবসায়ী মহল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসা করেন।
ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, অগ্রণী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক একেএম মহিবুল আলম, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, জুয়েল মোল্লা, আবুল বাসার, মনিরুল ধাবক, জীবননগর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, ঠিকাদার বাবুল মিয়ার পক্ষে প্রতিনিধিসহ স্থানীয় আরো অনেকে।