
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সিনড্রেলা ফ্যাশান হাউজের স্বত্ত্বাধিকারী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার প্রয়াত শহিদুল আলম ওরফে বাচ্চুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মাগরিব নামাজের পর এই দোয়া অনুষ্টানের আয়োজন করে আন্দুলবাড়ীয় বাজার ব্যবসায়ীবৃন্দ।
দোয়া মাহফিলে মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা অধ্যক্ষ ও আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা সাইফুজ্জামান। বিশেষ অতিথি থেকে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা হাফেজ আবু মুসা।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শহিদুর রহমান, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহ- সম্পাদক এসএম জাভেদ লাল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের ভাইস প্রিন্সিপাল শেখ জিহাদী ইসলাম সোহাগ, প্রয়াতের সহোর মুকুল, স্বপন, লিটন, রিপন, ইসহাক আলী প্রমুখ।