আন্দুলবাড়ীয়ায় ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়ায় প্রয়াত খন্দকার রফিকুল ইসলাম রফিক ওরফে রফুর স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারস্থ মির্জা লিটনের ব্যবসাপ্রতিষ্ঠানে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মো. সাইফুজ্জামান মিলাদ মাহফিলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে তাফসির পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, শেখ আতিয়ার রহমান, আলিউল হক আলা, আশাদুর রহমান আশা, শিক্ষক হাজি সাব্দার রহমান, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, মীর শহিদুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, আব্দুল আলীম, সহোদর, সাবেক ইউপি মেম্বার খন্দকার নাসির উদ্দীন সোহাগসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।