প্রতিবেদক, আন্দুলবাড়ীয়ায়:
মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে কলা পাকানোর অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল রোববার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ও আনসারবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স আসাদ ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় এক হাজার ৫ শ টাকা, মেসার্স শুভ স্টোরকে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় এ হাজার ৫ শ টকা জরিমানা করা হয়। এসময় মেসার্স বক্কর বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য ইত্যাদি) লংঘন করায় ৩৭ ও ৪৩ ধারায় তিন হাজার টাকা ও আনসারবাড়ীয়া স্টেশন এলাকায় মেসার্স শহিদুল কলার আড়তে রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৪২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান। নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
