আন্দুলবাড়ীয়া ইউপিতে নবাগত সচিব ফাহিম মুনতাসীরের যোগদান

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবাগত সচিব হিসেবে যোগদান করেছেন ফাহিম মুনতাসীর। ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান হাসানকে বদলি করা হয়েছে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে। গতকাল বুধবার বেলা একটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বিদায় সংবর্ধণা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদায়ী সচিব হাসানুজ্জামান হাসান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবাগত সচিব ফাহিম মুনতাসীর। বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তহমিনা খাতুন বীণা। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনুয়ারা খাতুন, রহিমা খাতুন ময়না, ইউপি মেম্বার নূর ইসলাম খোকা, শেখ হাফিজুর রহমান হাফিজ, আরিফুল ইসলাম, ঝুমুক আলী, জহিরুল ইসলাম, বাহাউদ্দীন, মহাসিন আলী, শেখ মাফিজুর রহমান মাফি, মোসাদ্দেক আলী, বিশিষ্ট সমাজসেবক রকিবুল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়কারী শ্রীমতি শান্তনা রাণী শর্মা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তাহের খান তালাত, মাকসুদা আল-জান্নাত, সহকারী উদ্যোক্তা সজীব সরদার, রেজওয়ান আহমেদ, নিশান আলী, দফাদার বাবর আলী ওরফে বরকত প্রমুখ।
এদিকে, গত মঙ্গলবার সকাল ৯টায় রায়পুর ইউনিয়ন পরিষদের নবাগত সচিব হিসেবে জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, অতিরিক্ত দায়িত্ব পালনকারী ও বিদায়ী ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীনসহ ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, সকল ইউপি মেম্বারবৃন্দ।