প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার উদ্যোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আলীম শিক্ষার্থীদের নবীণবরণ নবাগত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু। স্বাগত বক্তব্য দেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ আরিফুজ্জামান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, জুনিয়র শিক্ষক নার্গিস আক্তার, ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক শামীম উদ্দীন, শহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সহকারী মাওলানা আব্দুস সালাম লাল্টু।