

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
মাঘী পূর্ণিমা উপলক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উদ্যোগে ১৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও গঙ্গাপূজা চলছে। সরেজমিনে এ যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। পরিদর্শন শেষে তিনি এক আলোচনা সভায় অংশ নেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় কর্চাডাঙ্গা মহাশ্মশান চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক ও আসন্ন রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মহাসিন আলী, শিক্ষানবিশ তরুণ সাংবাদিক নাঈমুর রহমান খান এস এম নাসিম উদ্দীন, উপদেষ্টা অধ্যক্ষ অমল ঘোষ, পুরোহিত শান্তিময় চক্রবর্তী, সহসভাপতি শ্যামল বরণ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সহসম্পাদক অশোক অধিকারী, কোষাধ্যক্ষ দেবেন হালদার, সদস্য শ্যামল বরন ঘোষ, বরুণ দেবনাথ প্রমুখ। মহাশ্মশান উন্নয়ন কমিটি সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে দেশ, জাতি ও বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী।