আন্দুলবাড়ীয়ায় ২৫তম বার্ষিক শ্রী শ্রী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী তারকবহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির উদ্যোগে মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী এই নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার দিনব্যাপী কর্চাডাঙ্গা মহাশশ্মানে আন্দুলবাড়ীয়া, দেহাটি, নিশ্চিন্তপুর, মাধবপুর, রায়পুর, দতিয়ারকুঠি, সাফদারপুর, শ্রীরামপুর, মান্দারবাড়ীয়া, ছয়খাদা, পাঁকা, সুয়াদী ও বাজদিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা এই আয়োজনে অংশ নেন। মহা নামযজ্ঞানুষ্ঠানে প্রথম দিনে উপস্থিত ছিলেন কর্চাডাঙ্গা মহাশশ্মান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা ভৌমিক, সহসভাপতি শ্যামল বরণ ঘোষ, সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সহ-সম্পাদক অশোক অধিকারী, কোষাধ্যক্ষ দেবেন হালদার, সদস্য বরুণ কুমার দেবনাথ, সাধন কর্মকার প্রমুখ।