আন্দুলবাড়ীয়ায় মির্জা তুহিনের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমানের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সংগঠক প্রয়াত মির্জা সুলতান রাজার বড় ছেলে মির্জা তুহিনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুম্মার নামাজের পর আন্দুলবাড়ীয়া মীরপাড়া-হারদাপাড়া বাইতুল সালাম জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা নুরুজ্জামান।