আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি শিক্ষা সহায়তায় আন্দুলবাড়ীয়ায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে আরআরএফ-এর আন্দুলবাড়ীয়া ইউনিট অফিস। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে গতকাল পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি হয়। সহযোগিতায় ছিল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠারে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান রোকন, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা (লাকী), আরআরএফের মেহেরপুর জোনের সহকারী পরিচালক গৌতম কুমার দাস ও আন্দুলবাড়ীয়া প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি মহাসিন আলী খান।
অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নাজের আলী, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সামাদুল ইসলাম ও শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম।