আন্দুলবাড়ীয়ায় দিনব্যাপী বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচি আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় দিনব্যাপী বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১ নম্বর ওয়ার্ড আরআরএফ আন্দুলবাড়ীয়া সমৃদ্ধি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আরআরএফ ক্যাডিটের শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, আদ্-দ্বীন চক্ষু মেডিকেল টিম, আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, হাদিসা খাতুন, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্টফার তরঙ্গ জিৎ বিশ্বাস, শিক্ষা সুপারভাইজার বাপ্পি রায়সহ হতদরিদ্র, দুস্থ, গরীব ও শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশু। মোট রোগীর সংখ্যা ছিল ২৬৩ জন। তার মধ্যে নারী ১৭৫ জন, পুরুষ ৮৬ জন ও শিশু ৩ জন। যাচাই-বাছাই শেষে মোট ৩৫ ছানী রোগীকে বিনামূল্যে ছানী অপারেশনের জন্য আদ্-দ্বীন হাসপাতালের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একটি বাসযোগে যশোরে নেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন।