
‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর উদ্যোগে প্রবীণ পুরুষের স্বর্তঃস্ফূর্ত অংশগ্রহণে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা, নবীন-প্রবীণ প্রীতি ফুটবল খেলা, আলোচনা সভা, শ্রেষ্ঠ প্রবীণ, শ্রেষ্ঠ সন্তান সমম্মনা ক্রেস্ট প্রদান, নবীন-প্রবীণ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ৩ টায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে হুইল চেয়ার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকুনুজ্জামান রোকন, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা (লাকী), আরআরএফ এর মেহেরপুর জোনের সহকারী পরিচালক গৌতম কুমার দাস, আন্দুলবাড়ীয়া প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি মহাসিন আলী খান।
এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেন, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস জিৎ, শিক্ষা সুপার ভাইজার বাপ্পী রায়, রায়পুর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুর রহমানসহ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের প্রবীণ ইউনিয়ন কমিটির সদস্য ডা. খন্দকার মো. মিজানুর রহমান, শেখ সেকেন্দার আলী প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন। অনুষ্ঠান শেষে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ, ৫ জন শ্রেষ্ঠ সন্তানকে সমম্মনা ক্রেস্ট প্রদান, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ৪ জনকে হুইল চেয়ার প্রদান ও ক্রিড়া প্রতিযোগীতায় অংশ নিয়ে বিভিন্ন উভেন্টে বিজয়ী খেলোয়াড় ও দলকে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি ও খেলোয়াড়দের হাতে পৃথকভাবে বিভিন্ন পুরস্কার তুলেদেন অতিথিরা। এছাড়াও ৮০০ মিটার দৌড়ে বিজয়ী সম্প্রতি স্বর্ণ পদকপ্রাপ্ত দেশসেরা আন্দুলবাড়ীয়ার কৃতি সন্তান রাইয়্যান আরাফাত সোহানকে আরআরএফের পক্ষ থেকে একটি সমন্মনা ক্রেস্টসহ তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।