আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে জঙ্গীবাদ বিরোধী র‌্যালী

ঝিনাইদহ অফিস: আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা যুব উন্নয়নের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা তথ্য অফিস এ এস এম কবীর, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর ডেপুটি কো-অর্ডিনেটর জাকাত আলী। বক্তৃতায় জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তার দেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দুর করতে যুবদের এগিয়ে আসার আহবান জানান।

Jhenidah-jubo-day-rally-and