আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা

ডুগডুগি পশুর হাটে গরু-মহিষ রাস্তায় রাখা নিষেধসহ ৯টি নির্দেশনা
মোজাম্মেল শিশির:
দামুড়হুদা উপজেলায় ডুগডুগি বৃহত্তম পশুহাট বসে। দীর্ঘদিন ধরে হাটের দিন রাস্তার ওপর গরু, মহিষ ও বিভিন্ন ইঞ্জিনচালিত গাড়ির জন্য সাধারণ মানুষের চলাচলের খুব অসুবিধা হয়। গত সোমবার ডুগডুগি হাটে রাস্তা দিয়ে যাতে সাধারণ মানুষের চলাচল করার অসুবিধা না হয়, সেই আলোকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে নির্দেশ দেন এই রাস্তা ছেড়ে ১০ ফুট দূরে বাঁশের রেলিং ও দঁড়ি টাঙিয়ে রাখতে হবে এবং এটা যাতে বাস্তবায়িত হয়, সে জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, সরকারি আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ডুগডুগি পশুহাট পরিচালনা সংক্রান্ত বিষয়ে লিখিত নির্দেনা দেন ডুগডুগি পশুহাটের ক্যাশিয়ার সিরাজুল ইসলামের কাছে। লিখিত নির্দেশনাগুলো হলো- ১। স্বেচ্ছাসেবক টিমকে অ্যকটিভ হতে হবে ২। রাস্তার ১০ ফুট বাদ রেখে বাঁশের বেড়া দেওয়া হয়েছে, সেখানে লাল লাইলোনের দঁড়ি দিয়ে বেড়া সংযুক্ত করতে হবে ৩। গরু বহন করা গাড়ি কোনোক্রমেই হাটের ভেতর প্রবেশ করা যাবে না ৪। আগামী ৩১/০৮/২০ইং পরবর্তী গরুর হাটে পূর্বের উল্লেক্ষিত বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে ৫। বেড়া দেওয়া হলেও দেখা যাচ্ছে বেড়ার ওই পাশে গরু রাখা হচ্ছে কোনো ক্রমেই গরু বেড়ার পাশে রাখা যাবে না ৬। হাট বসার শুরু হতে উক্ত বিষয়গুলো নিয়মিতভাবে মাইকে প্রচার করতে হবে ৭। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে নিয়মিত প্রচার করতে হবে ৮। কোনোভাবে হাটের পাশে মহাসড়ক অবরোধ করে রাখো যাবে না ৯। উল্লিখিত বিষয়গুলো অনুসরণ করা না হলে হাটের ইজারা বাতিল করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই দিনে সরকারি আর্দেশ অমান্য করে ডুগডুগি পশু হাটে মাস্ক ব্যবহার না করার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০ সালের ১৮৮ ধারায় তিনজনকে ১ হাজার ৫ শ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় দোষী সাব্যস্ত করে একজনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।