আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম। এসময় বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থপক সেলিনা রহমান, ফিল্ড অফিসার মিজানুর রহমান, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।