আত্মবিশ্বাস’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
- আপলোড টাইম : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫২৯ বার পড়া হয়েছে
আত্মবিশ্বাস’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে
দোয়া মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় শ্রীমন্ত টাউন হলে সংস্থার উপকারভোগী সদস্যদের মেধাবী সন্তানদের শিক্ষাজীবন আলোকিত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় ২০১৭ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩৯জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রতি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ ৬৮ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম. রফিকুল ইসলাম ও আত্মবিশ্বাস’র নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আত্মবিশ্বাস শুধু ঋণ কার্যক্রমই পরিচালনা করে না সংস্থাটি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ ৩৯জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। আত্মবিশ্বাস-এর এই কর্মকান্ডকে আমি সাধুবাদ জানাই।
এর পূর্বে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি(এমআরএ) এর নির্দেশ মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর শেষ দিনে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। মাসব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কালো ব্যাচ ধারণ, প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসে শোক দিবসের ব্যানার টানানো, আলোচনা সভা এবং প্রশাসন আয়োজিত ১৫ আগস্টের শোক র্যালীতে অংশগ্রহণ। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন জান্নাতুল নাঈম সিথি এবং দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম জাহিদ হাসান।
আত্মবিশ্বাস’র নির্বাহী পরিষদের সভাপতি মিসেস সালমা আছিফের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আত্মবিশ্বাস-এর আইন উপদেষ্টা এ্যাড. মো. সেলিম উদ্দিন খাঁনসহ আত্মবিশ্বাস-এর বর্তমান ও সাবেক নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন বিষয়ক সমন্বয়কারী সাহেদ হাসান হালিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আত্মবিশ্বাস’র প্রশাসনিক কর্মকর্তা হাশেম আলী।