সমীকরণ প্রতিবেদন: আট মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন শিমরন হেটমায়ার। চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে উইন্ডিজ দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, নিজের শারীরিক ফিটনেসের দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না হেটমায়ার। এই অবহেলা তাকে ও তার জাতীয় দলের সতীর্থদের সর্বনাশ করছে। কোচের কথা হয়তো গায়ে লেগেছিল ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান করা হেটমায়ার ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি বলে বাদ পড়েন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে। অবশেষে ফিটনেসের লড়াইয়ে জিতলেন এবং ফিরলেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ ও নিউ জিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি দলে ফেরানো হলো হেটমায়ারকে। গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার উইন্ডিজের জার্সি পরেছিলেন তিনি।