সমীকরণ প্রতিবেদন: বৃষ্টির পমিাণ বাড়তে পারে আজ শনিবার। ফলে দেশর কিছু স্থানে চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে সহনীয় হয়ে আসতে পারে তাপমাত্রা। এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার দেশব্যাপী দিনের তাপমাত্রা কমে যেতে পারে এবং বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত। লঘুচাপটি আজ শনিবার আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বৃষ্টির পরিমাণও কিছুটা বেড়ে যেতে পারে। গতকাল শুক্রবার দেশের চট্টগ্রাম ও খুলনা বিভাগ ছাড়া অন্যান্য বৃষ্টি হয়নি বললেই চলে। চট্টগ্রাম বিভাগের প্রায় সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, গতকাল ফেনীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৬৭ মিলিমিটার। নিম্নচাপ উপকূলে উঠে গেলে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.২ এবং সর্বনিম্ন কুমিল্লায় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ও ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও সিলেট জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
