চুয়াডাঙ্গা রবিবার , ২৫ জুন ২০২৩

আজ পাস হচ্ছে অর্থবিল, আগামীকাল বাজেট

নিউজ রুমঃ
জুন ২৫, ২০২৩ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:
আজ রোববার বিকেলে ২০২৩-২৪ অর্থবছরের অর্থবিল এবং আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের মূল বাজেট পাশ হবে। এর আগে গত ১ জুলাই ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। যার আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটা টাকা।এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে যাত্রা।’ তবে প্রস্তাবিত বাজেটে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রবিবারের অধিবেশনে বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হবে অর্থবিল। প্রতি অর্থবছরের বাজেট পাশের আগে অর্থবিল পাশের নিয়ম রয়েছে। আবার কাল সোমবার সকাল ১১টায় শুরু হবে বাজেট পাশের অধিবেশন। শুরুতে অর্থমন্ত্রী মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাশের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। এর ওপর সংক্ষিপ্ত আলোচনা করবেন সংসদ সদস্যরা। যদিও এবারের বাজেটে ছোটকাটো কয়েকটি পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে টিন থাকলেই ২ হাজার টাকা আয়কর দেবার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে। বাদ যেতে পারে ১ বার বিদেশ ভ্রমন করলে সাধারণ নাগরিকদের সম্পদ বিবরনী বাধ্যতামূলকের বিষযটি, এছাড়া কলমসহ নিত্য পণ্যের ওপর ভ্যাট- ট্যাক্স কমতে পারে, বাড়তে পারে তামাকের ওপর ট্যাক্স, এছাড়া ব্যাংক সুদের হার নির্ধারণ, সামাজিক বেষ্টনী, দরিদ্র ভাতা বাড়ানো, ছোট ও মাঝারী শিল্পের জন্য ঋণ সহজকরা, দেশী পণ্যকে সুবিধা দেয়া, কালো টাকা সাদা করার জন্য ট্যাক্সের পরিমান বাড়ানো, কৃষিজ জাত পণ্যের ওপর ভর্তুকি বাড়ানো, প্রশিক্ষণ ও গবেষনার ওপর জোর দেয়া, দেশে কোভিড ভ্যাকসিনসহ বেশ কিছু জীবনদায়ী অসুধের দাম কমানোসহ ছোটকাট বেশ কিছু পরিবর্তন এনেই পাশ হবে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট।১ জুলাই থেকে নতুন এ বাজেট কার্যকর হবে। চলতি অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এরপর, ঈদ-উল-আযহার জন্য সংসদ অধিবেশন মুলতবি হয়ে ২ জুলাই আবার অধিবেশন শুরু হবে বলে কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হয়। সপ্তাহখানেক চলার পর বিল পাসের বিষয় বিবেচনায় নিয়ে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সমাপ্ত হবে। বিষয়টিসহ অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮৬টি ও অন্যান্য মন্ত্রীর জন্য এক হাজার ৫৫৪টি প্রশ্নসহ মোট এক হাজার ৬৪০টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩২টি। বেসরকারি সদস্যদের নিকট থেকে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। আগে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা আটটি। ২২টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় চারটি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় সাতটি বিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।