আজ থেকে চলবে দুরপাল্লা ও অভ্যান্তরীন সকল রুটের বাস
- আপলোড টাইম : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / ৫১৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : দু’জেলার নেতাদের বৈঠকে সমাধান
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল রাতে তুলে নিয়েছে চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও পরে দু’জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনাতে এ সিদ্ধান্ত হয়।
জানা যায়, চুয়াডাঙ্গায় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টানা ৬দিন পর ঝিনাইদহ জেলা প্রশাসকের উদ্যোগে দু’জেলার নেতাদের মধ্যকার দ্বন্দ্বের আংশিক সমাধান হয়েছে। রয়েল পরিবহনের মেহেরপুর টু পটুয়াখালী রুটে বাস চলাচলের সমাধান হতে সময় লাগবে আরো কিছুদিন। এমনটিই জানিয়েছেন চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। আলোচনা ফলপ্রসু হওয়ার ফলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল রাতেই তুলে নিয়েছে চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট তুলে নিলে গতকাল রাত থেকেই শুরু হয় ঢাকামুখি সকল পরিবহনের চলাচল। গাড়ি চলাচলের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলা শহরের সকল পরিবহন কাউন্টারে দূরপাল্লার যাত্রীদের ভীড় বাড়তে থাকে।
গত সপ্তাহে রয়েল পরিবহনের মেহেরপুর থেকে পটুয়াখালী পর্যন্ত চলাচলের জন্য সবকিছু ঠিকঠাক করে রাস্তায় ছাড়ে দুটি বাস। সে সময় স্বাভাবিক পরিবেশটি ঘুলা করে ঝিনাইদহ মালিক পক্ষ। তারা পরিবহন দুটি চালাতে না দেওয়াসহ একে একে উক্ত পরিবহনের ঢাকামুখি সকল গাড়ী চুয়াডাঙ্গাতে ফেরত পাঠানোসহ বন্ধ করে দেয় পরিবহনটির কাউন্টার। ফলে এ ঘটনার প্রতিবাদস্বরুপ পূর্ব ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদও ডাক দেয় বৃহৎ আন্দোলনের। চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ বন্ধ করে দেয় অভ্যান্তরীন রুটের সকল গাড়ি চলাচল। ফলে আন্তজেলাসহ সকল জেলার যাথে বাস যোগাযোগ বন্ধ হয়ে গেলে চরম বিপাকে পড়ে যাত্রী সাধারণসহ এ খাতের শ্রমিকরা। অচল হওয়ার উপক্রম হয় এ খাতজুড়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ সুত্রে জানা যায়, টানা ৬দিন অনির্দিষ্ঠকালের পরিবহন ধর্মঘট চলাকালে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ থকে আমন্ত্রণ আশে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। চুয়াডাঙ্গা মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের আহবানে সাড়া দিয়ে গতকালই ঝিনাইদহ জেলা প্রশাসকের উপস্থিতিতে তার সম্মেলন কক্ষে দু’জেলার নেতারা একত্রিত হয়ে ফলপ্রসু আলোচনা করে। পরে ঝিনাইদহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে আলোচনা হয়। এসময় রয়েল পরিবহনের মেহেরপুর টু পটুয়াখালী রুটের বাস দুটি নিয়ে আবার পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে একমত হয় নেতারা। এসকল বিষয়ে আমরা সম্মত হয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তুলে নিয়েছি। যার ফলে গতকাল রাত থেকেই দূর পাল্লার সকল পরিবহন চলাচল শুরু করেছে। আজ সকাল থেকে আন্তজেলা’র সকল রুটে বাস চলাচল করবে। গতকাল এ আলোচনাতে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ দু’জেলার মালিক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।