আজ চুয়াডাঙ্গায় আসছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ছবি-প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সমীকরণ প্রতিবেদক:
আজ চুয়াডাঙ্গায় আসছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপীল বিভাগের বিচারপতি জাফর সিদ্দিকী এবং হাইকোর্ট বিভাগের বিচাপতি কে.এম হাফিজুল আলম। চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাইফুদ্দীন হোসাইন সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে আরও জানা যায়, সকাল ৯টায় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলা জজ আদালতের সকল বিজ্ঞ বিচারকদের সঙ্গে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে মতবিনিময় করবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।
গতরাত ১১টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। এক্সপ্রেস ট্রেনটি ভোড় পাঁচটা ৩৮ মিনিটে চুয়াডাঙ্গায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছালে সেখান থেকে চুয়াডাঙ্গা সার্টিক হাউজে এসে বিশ্রাম নেবেন। বিশ্রাম শেষে পূর্বঘোষিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে সার্টিক হাউজে ফিরে মধ্যাহ্নভোজ করবেন। সবশেষে তিনি বেলা সাড়ে তিনটায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন।