সমীকরণ প্রতিবেদন:
চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং তিন দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন ভূ-রাজনীতি, ইন্দো-প্যাসেফিক নিয়ে বাংলাদেশের অবস্থান, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে (জিএসআই) উদ্যোগে বাংলাদেশের যোগ দেয়ার সম্ভাবনা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা আরোপের পর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশসংক্রান্ত যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনা হতে পারে। সফরকালে ওয়েইডং চীনের কারিগরি সহাযোগিতায় নির্মিত পদ্মা সেতু পরিদর্শন করবেন।