সমীকরণ প্রতিবেদন:
বিএনপি ঘোষিত ১০ দফা ও গ্যাস-বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য, সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১১ তারিখের পদযাত্রাকে সফল করতে হলে সকল ভয়-ভীতি উপেক্ষা করে সরকারের দমন-পীড়ন, মামলা-হামলাকে মোকাবিলা করেতে হবে। তৃণমূল পর্যায়ে সকল ইউনিয়নের নেতা-কর্মীরা এই পদযাত্রাকে সফল করার শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানুষ আজ দিশেহারা, এই দিশেহারা মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই জালেম জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন ও খুলনা বিভাগের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম লাভলু, ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, সিনিয়র সহসভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রফিতুল্লহ মহলদার, আলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বকর ছিদ্দিক আবু, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, নূরগণি সমদানীসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার সকল উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।