আগামীকাল অনুষ্ঠিত হবে আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও আটকবর স্মৃতি সংঘ
নিজস্ব প্রতিবেদক: আগামী কাল শুক্রবার অনুষ্ঠিত হবে সাড়া জাগানো কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দারের বাবার স্মৃতি স্মরণে অনুষ্ঠিত আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। ফাইনালে মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও আট কবর স্মৃতি সংঘ। ফাইনালে ভালো খেলে ট্রফি জেতার উদ্দেশ্যে উভয় দল নিজেদেরকে করেছে প্রস্তুত। আটকবর স্মৃতি সংঘের পরিচালক ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক বলেন,জয়ের জন্য মাঠে নামবো। ভাল খেলেই ট্রফি জিততে চাই। অপর পক্ষে দামুড়–হুদা স্পোটির্ং ক্লাবের অধিনায়ক সোহেল বলেন, অপরাজিত থেকেই ট্রফিটি ঘরে তুলতে চাই। উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর ১৮টি ফুটবল দল ও ক্লাব নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছিল। আগামী কাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে মাসব্যাপী অনুষ্ঠিত আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০১৭’র। উল্লেখ্য চুয়াডাঙ্গার ফুটবল অঙ্গনকে চাঙ্গা করে জেলা ফুটবল দলে উদীয়মান ফুটবলাদের সমন্বয় ঘটাতেই এ টুর্ণামেন্টের আয়োজন করেছেন কানাডা প্রবাশী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দার।