আইলহাঁস-নাগদাহ ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় থানা চত্ব¡রে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেড উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক।

বিশেষ অতিথি ছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক, দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পরিদর্শক (অপারেশন) একরাম।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাগদাহ ও আইলহাঁসের ১৮ কেন্দ্রের মধ্যে বেশির ভাগ ঝুঁকিপূর্ণ। তবে প্রশাসন থাকবে কঠোর অবস্থানে। প্রতিটি কেন্দ্রে ৫/৬টি করে বুথ থাকবে। এবার প্রথসবারের মতো ইভিএমএ ভোটগ্রহণ হবে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ ৪ জন আনসার নিয়োজিত থাকবে। এছাড়া থাকবে স্ট্রাইকিং ফোর্স।