বিনোদন ডেস্ক: ফোর্স-টু সিনেমায় জন আব্রাহামের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে ভক্তদের মাঝে অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে সোনাক্ষির প্রতি। তবে এ বলিউড তারকা বলছেন, তিনি স্ক্রিপ্ট দেখে শুনে কাজ করতে পছন্দ করেন। ফোর্স-টু’র আগে আকিরা সিনেমায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন সোনাক্ষি। আর এ অভিনয়ের মধ্যদিয়ে অনেকে ধারণা ‘অ্যাকশ গার্ল’ হিসেবে নতুনরূপে নিজেকে প্রমাণ করতে চাইছেন তিনি। একটি প্রশ্নের মুখে বারবারই পড়তে হচ্ছে সোনাক্ষিকে। গ্ল্যামারাস নায়িকার চেয়ে কেনো অ্যাকশন দৃশ্যে কেন তিনি হাজির হচ্ছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সোজাসাপ্টায় সোনাক্ষি বললেন, আমার কাছে যে ছবির স্ক্রিপ্ট ভালো লাগে সেটিতেই আমি কাজ করি। চরিত্রটি অ্যাকশনধর্মী নাকি রোমান্টিক সেটা দেখে কখনো ছবি করি না। তিনি আরো বলেন, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে খারাপ লাগে না তবে সমস্যা হয় যখন সবখানে এই একি প্রশ্নটি করা হয়। কেনো একজন মেয়েকেই সব সময় এ প্রশ্নটি করা হবে!