সমীকরণ প্রতিবেদন: সরকার অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও সুইজারল্যান্ডে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। পেশাদার কূটনীতিক সুফিউর রহমানকে সুইজারল্যান্ডে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি একই সাথে জেনেভায় জাতিসঙ্ঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। অপর পেশাদার কূটনীতিক আল্লামা সিদ্দিকীকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এখন তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এছাড়া এ কে এম শহীদুল করিমকে ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন। রাষ্ট্রদূত সুফিউর রহমান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাষ্ট্রদূত শহীদুল করিম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।