নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা যুব মহিলা লীগ নেত্রী চম্পা খাতুনকে দেখতে যান জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। গতকাল শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে দ্রুত চম্পা খাতুনকে দেখতে হাসপাতালে ছুটে তিনি। এসময় অসুস্থ চম্পা খাতুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। অসুস্থ এ নেত্রীর রোগমুক্তি কামনা করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. জাহানারা খাতুন, আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোছা. স্বপ্না খাতুনসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চম্পা খাতুন। সঙ্গে সঙ্গে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।