সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসহায় জবেদা বেগম (৪৫) নামের এক নারীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
জানা যায়, অসহায় স্বামী সন্তানহীন জবেদা বেগম বিভিন্ন মানুষের নিকট থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের মহানুভবতার কথা জানতে পেরে সাহায্যের জন্য আসেন। এসময় এসপি জাহিদুল ইসলাম জবেদা বেগমের অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এবিষয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব হবে।’ এসময় আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন এসপি জাহিদ।
