চুয়াডাঙ্গা রবিবার , ১৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকেই সর্বোচ্চের রেকর্ড হৃদয়ের

নিউজ রুমঃ
মার্চ ১৯, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

খেলাধুলা প্রতিবেদন:

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে যেভাবে আলো ছড়িয়েছিলেন ব্যাটে তাতে জাতীয় দলে ডাক পাওয়াটা যেন অনুমিতই ছিলো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই ডাক পেয়েছিলেন দলে। তবে মাঠে নামা আর হয়নি। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে অবশ্য অভিষেক হয়ে গেছে জাতীয় দলের জার্সি গায়ে। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয়ে গেলো বিপিএল মাতানো এই তরুণের। আর অভিষেকেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন হৃদয়। গতকাল শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপাকেই পড়েছিলো বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে গড়েছেন রানের পাহাড়। ফিফটি হাকিয়ে নিজের অভিষেক তো স্মরণীয় করেছেনই, ইনিংস টেনে নিয়েছিলেন সেঞ্চুরির দিকে। তবে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতেই ৯২ রানেই আউট হয়ে অভিষেকেই সেঞ্চুরি মিস করেন হৃদয়। তবে ৯২ রান করেই অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন হৃদয়। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল নাসির হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।