
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলা লবুতলা সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট রেজাউল ইসলাম খোকন (৪০) নামে এক গরু ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। খোকন মহেশপুরের লেবুতলা গ্রামেরই মনসুর আলী ছেলে। মঙ্গলবার ভোরে উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একটি বাঁশ বাগানের মধ্যে এ ঘটনা ঘটে বলে গ্রামবাসিরা জানায়। এ বিষয়ে বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, রেজাউল ভারতের রাজাপুর গ্রামে আতœীয় বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার দুপুরে রেজাউলের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।