অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ১১

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১১ জনকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার সকালে মহেশপুরের লড়াইঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইখালি গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ, আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, মজিবর শেখের ছেলে ফিরোজ শেখ, ধানসাগর গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে ফারুক হোসেন, লুৎফর খানের ছেলে বিল্লাল খান, বিল্লাল খানের স্ত্রী পারভীন বেগম, কাঁঠালতলা গ্রামের আবুল হোসেনের ছেলে ছায়েদ খান, চালতাবুনিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও বড়পুড়ি গ্রামের নাসির বয়াতির ছেলে রুবেল বয়াতি।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।