অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন বেবী আফরোজ
- আপলোড টাইম : ০১:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
- / ৪২৩ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন বেবী আফরোাজা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর। তিনি দুই ছেলে ও একটি মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল রোডের ব্যবসায়ী বিপুলের স্ত্রী। উল্লেখ্য, গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা থেকে বিপুল ও বেবী আফরোজা মোটর সাইকেলযোগে ঝিনাইদহে বোনের মেয়ের বিয়েতে যাওয়ার সময় পথিমধ্যে দশমাইলে স্পিডব্রেকার অতিক্রমকালে মোটরসাইকেলের পিছন থেকে বেবী আফরোজা পড়ে যান। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী যাত্রীবাহী একটি লোকাল বাসের চাকা বেবী আফরোজার মুখের এক পাশের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে ঢাকায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। দূর্ঘটনাজনিত মৃত্যুর কারণে আইনগত জটিলতায় ঢাকা থেকে নিজ বাড়ি চুয়াডাঙ্গায় তার মরদেহ আসতে দেরী হওয়ায় আজ জান্নাতুল মওলা কবরস্থানে নিহতের দাফনকার্য সম্পন্ন হবে।