অপহরণের ১৬ দিন পর মেহেরপুরে স্কুলছাত্রী উদ্ধার!
- আপলোড টাইম : ০৯:৩১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৩৯৬ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: অপহরণ মামলা দায়ের করার ১৬দিন পর মিতু নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়ার পর মিতুকে আদালতের মাধ্যমে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর শহরের ৪নং ওয়ার্ডের মিঠুর মেয়ে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মিতু গত ২৩ জুলাই বিদ্যালয়ের যাবার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় মিতুর মা ফুলনারা খাতুন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে কদর ও নবী ছদ্দীনের ছেলে লিখনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৮। মেহেরপুর সদর থানা। তারিখ: ২৩ জুলাই ২০১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান আলী মামলার ২নং আসামী লিখনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল শুক্রবার শহরের বড়বাজার এলাকা থেকে মিতুকে উদ্ধার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এসআই আহসান জানান গোপন সূত্রে খবর পেয়ে মিতুকে উদ্ধার করি। পরে তাকে আদালতে নেওয়া হয়। তিনি জানান, দন্ডবিধি ২২ ধারায় মিতু বিচারকের নিকট জবানবন্দী দিয়েছে। পরে তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে বলে এসআই আহসান আলী জানান।