ধর্ম ডেস্ক: কোরানে কারিমের সূরা নূরের ২৪ ও ২৫ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ‘যেদিন তাদের জিহ্বা, হাত ও পা তাদের কৃতকর্মের কথা প্রকাশ করে দেবে। সেদিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে, আল্লাহই সত্য, স্পষ্ট প্রকাশক।’ উল্লেখিত আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে শুধুমাত্র মুখ মানুষের গোনাহের সাক্ষ্য দেবে না, সেই সঙ্গে আল্লাহর অনুমতি নিয়ে প্রত্যেক অপরাধীর অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও দুনিয়ায় তাদের কৃতকর্মের বিষয়ে কথা বলতে থাকবে। তখন অপরাধীদের মনে হবে, তাদের শরীরের প্রতিটি অঙ্গ তাদের কৃতকর্মকে রেকর্ড করে রেখেছিল- যা এখন আল্লাহর নির্দেশে ফাঁস করে দিচ্ছে। মানুষের অনিচ্ছা সত্ত্বেও তার শরীরের সাক্ষ্য ও ভাষ্য অনুযায়ী সেদিন সঠিকভাবে প্রত্যেক অপরাধীর বিচার করা হবে। এই বিচার করতে গিয়ে আল্লাহ মানুষের সঙ্গে সামান্য পরিমাণ অন্যায় আচরণ করবে না। তখন অপরাধীরা তাদের ভুল বুঝতে পারবে, তারা বুঝতে পারবে ভুল করে কতই না গোনাহ করেছি। যদিও সেদিন এ উপলব্ধি তাদের কোনো কাজে আসবে না। সুতরাং দুনিয়ায় কিছু করার আগে মানুষের মনে কিয়ামতের দিনের কথা মনে রাখা দরকার। ওইদিন মানুষ নিজের হাতে আমলনামা দেখে এবং পাল্লা দিয়ে ওজন করার পরও অনেকে কৃতকর্ম অস্বীকার করে বসবে। তারা বলতে থাকবে আমরা এই এই কাজ করিনি। ফেরেশতারা কমবেশি বা ভুল করে লিখে রেখেছে। তখন আল্লাহতায়ালা তাদের মুখ বন্ধ করে দেবেন। তাদের ইচ্ছাধীন বাকশক্তির বদলে তাদের জিহ্বা, হাত এবং পা’কে কথা বলার শক্তি দেবেন। তখন জিহ্বা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে বলবে, হে আল্লাহ :সে আমার দ্বারা অমুককে গালি দিয়েছে, এই এই মিথ্যা বলেছে। এমনিভাবে হাত সাক্ষ্য দেবে- সে আমার দ্বারা অন্যায়ভাবে অমুককে প্রহার করেছে, আমার দ্বারা এই খারাপ কাজ করেছে। পা সাক্ষ্য দেবে- এ আমার দ্বারা এই এই খারাপ কাজ করেছে। এটাই কোরানে কারিমে বলা হয়েছে। কোরানে বর্ণিত এসব আয়াত দ্বারা সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে, অপরাধীরা কিয়ামতের দিন আল্লাহর আজাব থেকে কোনোভাবেই রক্ষা পাবে না। এটা হাদিসেও বর্ণিত হয়েছে। বস্তুত মানুষের গোটা জীবনের সব কার্যক্রম ইবাদতের অংশ। ইবাদত বলতে ব্যক্তি জীবনের নিছক কয়েকটি আনুষ্ঠানিকতা নয় বরং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ও প্রতিটি পর্যায়ে পূর্ণমাত্রায় আল্লাহর আনুগত্যকে বুঝায়।
সর্বশেষ আপডেট
বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক...
আগামী ছয় মাসের মধ্যেই শেখ হাসিনার পতন হবে
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজছে। আমরা বুঝতে পারছি। ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে শেখ হাসিনার...
বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে কিশোর নিখোঁজ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আল ইমরান (১৪) নামের এক মাদ্রাসাছাত্র নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ...
কালীগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ লাল ভানু নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের...
ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জনপ্রিয় কৃষক নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়য়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির...