অন্যে খাচ্ছে দই
– এম এ মামুন
দেশের চারিদিকে খুন-খারাবি
ছিনতাই আর ডাকাতি,
চলতে ফিরতে ভয় লাগে যে
দিনে বেলায় রাতি।
ঈদকে পুঁজি করে সবাই
করছে নানান অপরাধ,
তবু সবাই সাধু সাজে
বললে বাধায় বিবাদ।
পড়লে ধরা হয় না সাজা
তাই অপরাধ বাড়ে,
বুঝিনাকো এদের সাথে
কলকাঠি কে নাড়ে।
ভাবছে যারা স্বদেশ নিয়ে
আজকে তারা কই?
সারাজীবন গ্যাটের খরচ
অন্যে খাচ্ছে দই।
খবর: (দেশে বাড়ছে অপরাধ)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।