অনুশীলনে হাতে ব্যাথা পেলেন মুশফিক

অনুশীলনে হাতে ব্যাথা পেলেন মুশফিক

অনুশীলন ছিল ঐচ্ছিক। বৃহস্পতিবার বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই বিশ্রামে থাকবে। কোন অনুশীলন হবে না। মিডিয়া সেশনও থাকবেনা। গতকাল বুধবার প্রথম ম্যাচের পরই দু’দলের মিডিয়া ম্যানেজার এ তথ্য জানিয়ে দিয়েছেন মিডিয়ায়।

কোন সিরিজ চলাকালীন মিডিয়া ম্যানেজাররা নিজ নিজ দলের কার্যক্রম সম্পর্কে প্রচার মাধ্যমকে জানিয়ে দেন, এটাই রীতি। সাধারণতঃ এর ব্যতিক্রম ঘটনা। তবে বাংলাদেশ দলের একজন বেশিরভাগ সময়ই বিশ্রামের দিনেও ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেন।

এবং আজও করেছেন।  বৃহস্পতিবার সেই একা একা প্র্যাকটিস করতে এসেই হাতে ব্যথা পেয়েছেন মুশফিক। নতুন এয়ার কন্ডিশনার লাগানোর জন্য বৃহস্পতিবার শেরে বাংলার প্রেসবক্সে বন্ধ থাকবে। এটাও কাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছিল। তাই প্রিমিয়ার লিগের দল বদল অনুষ্ঠান কাভার করার জন্য অল্প কয়েকজন সাংবাদিক শেরে বাংলার সিসিডিএম ভবনে এসেছিলেন। মোটকথা, মুশফিকের প্র্যাকটিস করা ও হাতে ব্যথা পাওয়ার ছবিও মিডিয়ায় আসেনি সেভাবে।

তারপরও সন্ধ্যার ঘণ্টা খানেক পর জানা গেল, মুশফিকের হাতে ব্যথা পাওয়ার ঘটনা এবং অসমর্থিত সূত্রর দাবি, তার হাত নাকি ফেটে গেছে। তবে মুশফিকের অতি ঘনিষ্ট সূত্রের দাবি, ‘আঘাত গুরুতর নয়। মুশফিক কালকে খেলবেন।’

তবে শামীম পাটোয়ারী শেষ মুহূর্তে দলভূক্তি দেখে কিন্তু সংশয় জাগে, তবে কি সেই হাতের ইনজুরির কারণে অনিশ্চিত মুশফিক? এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বক্তব্যের সাথেও মুশফিকের হাতে ব্যথা পাওয়ার সংযোগ খুঁজে পাওয়া যায়।

নান্নু সন্ধার পরে সাথে আলাপে জানিয়েছেন, ‘দলে ইনজুরি আছে। এছাড়া ফিল্ডিং ব্যাকআপও দরকার।’ তবে কি মুশফিকের ব্যাকআপ হিসেবেই শামীম পাটোয়ারী দলে? মুশফিক কি শুধু ব্যাটিং করবেন আর কিপিংটা লিটনকে দিয়ে করানো হবে? শামীম বদলী ফিল্ডার হিসেবে ব্যাকআপে থাকবেন? রাতটুকু পার হয়ে শুক্রবার খেলার আগেই তা জানা যাবে।