বিশ্ব প্রতিবেদন:
জরুরি ব্যবহারের জন্য অনুমোদন হয়নি এমন একটি টিকার ৩০ কোটি ডোজ অর্ডার করেছে ভারত সরকার। টিকাগুলো কিনতে ২০৬ মিলিয়ন ডলার খরচ হবে দেশটির। খবর বিবিসির ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় কোম্পানি বায়োলজিকাল ই-র নামহীন ওই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে; আগের ২ ধাপের ট্রায়ালে এটি ‘আশাপ্রদ ফল’ দেখিয়েছে। এদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ওদিকে টিকার জোগানও কম। তাই টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে বায়োলজিকাল ই-র কাছ থেকে ভারত সরকার এ টিকা কেনার সিদ্ধান্ত নিলো। প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন। মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।