অনিছুর রহমানকে পুলিশ একাডেমিতেসহ ছয় পুলিশ সুপার বদলি
- আপলোড টাইম : ১০:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
- / ৪৮০ বার পড়া হয়েছে
মেহেরপুরের এসপি হলেন মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গতকাল বুধবার তাদের বদলির আদেশ জারি করে। নারায়ণগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্বে থাকা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএমকে পুলিশ সুপার মেহেরপুর হিসেবে বদলি করা হয়েছে। আর মেহেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. অনিছুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলী করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার টুটুল চক্রবর্তীকে সিরাজগঞ্জ পাঠানো হয়েছে পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে। আর মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশের সুপার করা হয়েছে। নৌ পুলিশের সুপার সুব্রত কুমার হালদারকে মাদারীপুর জেলায় এবং নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে মেহেরপুর জেলায় পাঠানো হয়েছে পুলিশ সুপারের দায়িত্বে।
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছিল। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।