অনাহারীদের আহার করাচ্ছে ‘জাগ্রত ঝিনাইদহ’

ঝিনাইদহ অফিস:
জাগ্রত ঝিনাইদহ নামে ফেসবুকভিত্তিক একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনাহারীদের আহার কর্মসূচি হাতে নিয়েছে। প্রতি শুক্রবার মুজিব চত্বরের সীমান্ত হোটেলে এই আহার কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবীব লিপ্টনের নেতৃত্বে বেশ কিছু উদ্যোমী যুবক ও যুবতীর স্বেচ্ছায় এই কর্মসূচি পালিত হচ্ছে। এ কাজের সহযোগিতা করেছেন- আবু মোসাহীদ, ব্যাংকার সেণ্টু, নাসির উদ্দিন, সমাজসেবক হাজি সাফায়েত উল্লাহ, প্রবাসী সুমন হোসেন, আতিক, আশরাফুল, পলাশ, সিরাজুল ইসলাম, সৌরভ, সাহানেওয়াজ উজ্জ্বল, মাসুদ আশরাফুন নেছা আশা, ময়না, সাজ্জাত, রাইহান, সরওয়ারসহ আরও অনেকে। সংগঠনটি আরও ভালো কিছু কাজ নিয়ে ঝিনাইদহের মানুষের পাশে দাঁড়াতে চাই।