চুয়াডাঙ্গায় হুবহু প্রাণ জিরোস প্যাকেটের নকল করে চিপস তৈরি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় হুবহু প্রাণ জিরোস প্যাকেটের নকল করে চিপস তৈরির অপরাধে এক খাদ্য ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা রেলগেটের সামনে অবস্থিত মেসার্স অনন্যা ফুডসকে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআইয়ের লোগো লাগিয়ে নকল এসব চিপস ওই ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছিলো। হুবহু প্রাণ জিরোস প্যাকেটের মতো তৈরি করে বাজারজাত করছিল মেসার্স অনন্যা ফুডস। অনুমোদনহীন ও নিম্নমানের খাবার বাজারজাত করার অপরাধে মেসার্স অনন্যা ফুডসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম।