আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বিনোদপুর গ্রামে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের দর্গাতলা পাড়ার বল্টুর স্ত্রী গত সোমবার প্রসব বেদনা উঠলে স্থানীয় আনন্দধামের ডাঃ আব্দুল হামিদ মেমোরিয়াল এন্ড হাসপাতালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ সিজারিয়ান করলে রাত ৯টার দিকে ওই শিশুর জন্মলাভ করে। বিকালঙ্গ ওই শিশুকে নিয়ে পরিবারের লোকজন দুশ্চিতার মধ্যে পড়েছে। সিজারিয়ানের পূর্বে আল্ট্রাসনোগ্রাম করলে রিপোর্টে বলা হয় ছেলে সন্তান জন্ম নেবে। কিন্তু সিজারিয়ানের পরে হোল বা কোড়ল থাকলেও পুরুষাঙ্গ নেই। প্রসব পায়খানা মলদারে সম্পন্ন হচ্ছে। বর্তমানে শিশুটিকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। সদ্য ভূমিষ্ঠ এই শিশুর দাদি মোমেনা বেগমের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, বিকলাঙ্গ এই শিশুর জন্মের পরই গত সোমবার রাত ১১টার দিকে ট্রেনযোগে আমরা ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করাই। সেখানকার ডাক্তার মোঃ মাহাবুব হোসেন ও ডাঃ রেজওয়ানা রিমা চিকিৎসা দিলেও তারা একটু বড় হলে অপারেশন করে ভালো হবে কি না জানিনা, তবে অপারেশন করে দেখতে হবে। বল্টুর একটি ৭ বছরের বিউটি নামে একটি কন্যা সন্তান রয়েছে। ছেলে সন্তানের আশায় এই বিকালঙ্গ শিশুর জন্ম হওয়াতে তিনিও বেশ দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়াও অসহায় ও দরিদ্র কৃষক বল্টু তার ভূমিষ্ঠ এই শিশুর জন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করেছেন। বর্তমানে তারা গ্রামের বাড়িতেই অবস্থান করছে।