আলমডাঙ্গার পৃথক স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গার বলেশ্বরপুর ও ঘোলদাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। জানা গেছে, অভিযানে বলেশ্বরপুরে মেসার্স মল্লিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা ও মেসার্স মল্লিক ট্রেডার্সকে একই অপরাধ ও অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অপরাধে ৩৭, ৩৮ ও ৪০ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘোলদাঁড়ি বাজারে অভিযানে মেসার্স মুন্নু ট্রেডার্সে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের প্রমাণ মেলে। যেখানে এক বস্তা ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্যে হলো ৮ শ টাকা, কিন্তু প্রতিষ্ঠানটির মালিক বিক্রয় করেছেন সর্বোচ্চ দেড় হাজার টাকায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ ধারায় ৬ হাজার টাকা জরিমানাসহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।