প্রতিবেদক,জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জয়রামপুর বাজারের বিভিন্ন সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে এই দুজন সার ব্যাবসায়ীর নিকট থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকশ দল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।